অবাক দুটি চোখ


মঙ্গলবার,১৯/০৯/২০১৭
1103

অবাক দুটি চোখ
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

আমি ছোট শিশু হতে দেখি তোমায়
বিদ্যালয়ের পথে তোমার মৃদুমুসকান।
দেখে মনে হয় পূর্ণিমার চন্দ্র যেন
তোমার মুখমন্ডলে নেমে এসেছে আকাশ হতে।
জ্ঞান অর্জনের কারনে চলেছি বহু দূরে
তবুও পূর্ণিমার চন্দ্র দেখে তোমায় মনে পড়ে।
পাখিদের কিচির মিচির ডাক শুনে শুনে
গঙ্গা নদীর কুলের সুমিষ্ট কথা গুলি মনে পড়ে।
হৃদয় ছুঁয়ে যায় কোকিলের ডাক শুনে
তোমার সুমিষ্ট কথা গুলি মনে পড়ে।
তুমি কহে ছিলে গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ে
দেখিবে মোরে আছি সেই মত না পরিবর্তন।
কর্ম ব্যাস্ততার কারনে মিলন রইলো অধুরা।
জ্ঞান অর্জনের শেষ কালে স্থির
মিলিবো দুইজনে রেলস্টেশনের কৃষ্ণচুড়া গাছের ছায়া তলে।
এসে দেখি সুন্দর অপরূপ পরী দাঁড়িয়ে কৃষ্ণচুড়ার ছায়া তলে
আমার দিকে অবাক দুটি চোখে চেয়ে
একটু ছোয়া পাওয়ার আশায় ।
ঠোঁট কম্পিত কহে আপনার বয়স হয়েছে তবুও ছোট কচি খোকা
আমার মনের চিরোসাথী।
আমি চেয়ে থাকি সুন্দর মুখমন্ডলের দিকে
অবাক দুটি চোখে চেয়ে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট