স্বাধীনতা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
স্বাধীনভাবে বাঁচো ভায়া
দেখবে বাঁচার আনন্দটা
আনন্দে হৃদয় ব্রেন নাচবে সারাক্ষন।
অল্প পয়সা হলেও মনের মাঝে সুখের হওয়া বয়
পরাধীনতার গ্লানি এতই যন্ত্রণার ও ভাই এতই যন্ত্রণার
অধিক পয়সা হলেও যেন লাথি ঝাঁটা পাই।
শপথ নেবো আমরা সকল
পড়বোনা আর পরাধীনের
গলায় কুত্তার চেন।
মুক্ত হয়ে উড়বো মোরা স্বাধীন পৃথিবীতে
উড়বো এবার পাখির মতো খোলা আকাশে।
ভুলেও মোরা পড়বোনা আর
পরাধীনতার পোশাকটিকে
এতই যন্ত্রণার ও ভাই এতই যন্ত্রণার।
পরাধীনতায় পড় যদি বুঝবে তখনই
গোলামীর ঐ যন্ত্রণা ও ভাই এতই যন্ত্রণার এতই যন্ত্রণার।
করবো মোরা অঙ্গীকার করবো কর্ম স্বাধীন ভাবে
বাঁচবো মোরা স্বাধীন ভাবে
বাঁচবো মোরা স্বাধীন দেশে
মুক্ত পৃথিবীতে।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )
Auto Amazon Links: No products found.