কাজিসা থেকে কালিতলা যাওয়ার রাস্তার পাশে পাটকাটি পুঁড়িয়ে ছায় তৈরীর কারখানা


মঙ্গলবার,২৬/০৯/২০১৭
916

নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদ : পাট চাষ করে চাষীদের মনের অবস্থা খুব ভালো থাকেনা যখন পাটের দাম মনের মতো পাইনা,  চাষিরা সেই মতো কালিতলা আমতলা ত্রিময়িনী সহ বেশ কিছু এলাকার মাঠ গুলিতে পাঠ চাষ করে থাকে গ্রাম গুলির চাষী ভাইয়েরা কিন্তু চাষে প্রচুর খরচ হয়ে থাকে । আর পাটের দাম উপযুক্ত না পাওয়া চাষী ভাইরা খুব চিন্তায় থাকে ।আর পাটকাঠি গুলি জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে চাষী ভাইয়া । তবে কালিতালতে পাটকাঠির ছাই তৈরীর কারখানা তৈরী হওয়ার ফলে কারখানার লোকেরা পাটকাটি ক্রয় করছিলো ফলে চাষী ভাইয়া বেশ আশার আলো দেখতে পাচ্ছিলো ।

কিন্তু কাজিসা সেলিম শেখ আহাদুল শেখ এই দুই চাষী ভাই এর মুখ থেকে শুনা যাচ্ছে এই কারখানা এবার চালু হবে কি সন্দেহের অবকাশ রয়েছে ।তাদের মুখ থেকে শুনা যাচ্ছে এই ছাই চীন দেশে যায় ।কাজেই ওই বিদেশি মানুষের যদি ছাই নিতে না আসে তাহলে এই কারখানা বন্ধ হয়ে যাবে ।তা হলে আর পাটকাটি বিক্রি হবে না । চাষী ভাইরা আবার অসহায় হয়ে পড়বে পাট চাষ করে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট