ভালো বাসার বন্ধন কি অটুট বন্ধন – টিয়া পাখি আর প্রভাত হালদার এর কাহিনী


মঙ্গলবার,২৬/০৯/২০১৭
1739

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ: ভালোবাসা হলো এক মহামূল্যবান বিষয় তুমি জাকেই ভালো বাসনা কেনো সে তোমায় মনে রাখবে যদি অন্তর দিয়ে তারে ভালো বাসো। একটি জলন্ত উদারণ একটি টিয়া পাখি আর আণ্ডিরোন এর ডুমিনি বিলের দারে বাড়ি প্রভাত হালদার এই দুজনের ভালো বাসার কাহিনী ।টিয়া পাখিটি ছিলো অতি ছোটো চোখ তখনো ফুটেনি ছিলো বড়ো একা এটা দেখে প্রভাত হালদার নিয়ে যায় তার বাড়ি ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

তাকে যত্ন করে কিছু কিছু খাওয়ানোর চেষ্টা করে দেখতে দেখতে চোখ ফুটলো প্রভাতের মনে আনন্দ হলো এবার পাখিটি বেচে যাবে । তাই তখন থেকে তার কাছেই আছে এখন পাখিটি বড়ো হয়েছে প্রভাতের কাঁধে চেপে ঘুরে বেড়ায়। তবে প্রভাত তাকে খাঁচায় বন্দি করে রাখতে চাই না যদি উড়ে যায় উড়ে যাবে তার দুঃখ হবে না।

সে তো মুক্ত হয়ে পৃথিবীতে ঘুরে ঘুরে বাচবে আর যদি তার বাড়িতে থাকতে চাই থাকবে। এই দুমনির ধরে রইবে দুই জন ভালোবাসার অটুট বাঁধনে ।প্রভাত হালদার এর এটাই কথা ।তাই ধন্যবাদ তাদের যারা এই রকম মানবতার উদহারণ রেখেছে পৃথিবীতে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট