বোধ


বৃহস্পতিবার,১২/১০/২০১৭
870

বোধ !…

উথালী ঝড়ে শেকড় খুলে
খসে পড়ে মহীরূহ চেতনা
মাথা নুয়ে বনজ আঘাতে
আমার ‘নারী’ হওয়া হয় না !
নিরেট দেয়ালে মাথা কুটে
তুমি দেখো ঝরে পড়া সমাপিকায়
দাবানল জ্বেলে চিত্রকূটে…
আমি দেখি উম্মোচন বোধনবেলায় !
তোমার তূণের শেষ তীরে…
আমি জয়ী মেধার ক্ষরণে !
এক সভ্যতা মাটি খুঁড়ে…
আমার গুহায় নেভে না আঁধার
তোমার শত তরঙ্গ সূর্য কিরণে !
তোমার সঙ্গে সওয়াল জবাবে
আমি নারী, আমি পুরুষ…
অন্তরে বাইরে, অর্ধনারীশ্বরে !

…..রক্তকরবী ।।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট