সত্যজিত মন্ডল, রাজারহাট: দুর্গাপূজা শেষ হতে না হতেই শ্যামাপূজার ঢাকে পরেছে কাঠি। আলোর এই উৎসবে সামিল আপামোর বাঙালি। রাজ্য জুড়ে শুরু হয়েছে আড়ম্বর পূর্ণ পূজা উদ্বোধন।এদিন জমকালো উদ্বোধন দেখলো রাজারহাট বাসি। রাজারহাটের হরে কৃষ্ণ স্মৃতি পল্লি সংস্থার ৫০তম বর্ষের পূজা উদ্বোধন হলো আজ। রাজ্যের মাননীয় সাংসদ বিধায়ক দের উজ্জ্বল উপস্থিতি তে শুভ উদ্বোধন সমাপন হয়। সংস্থার কর্ণধার এবং রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয় অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন।বিধায়ক পুর্নেন্দু বসু, সভ্যসাচী দত্ত , অভিনেত্রী মিমি চক্রবর্তী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শ্যামাপূজার জমকালো উদ্বোধন দেখলো রাজারহাট
মঙ্গলবার,১৭/১০/২০১৭
1813