নরবলি
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
নরনারীর ভালোবাসায়
নতুন প্রজন্মের শুরু।
নব যৌবনের হৃদয়ে
জাগ্রত আশার আলোয়
স্বপ্ন দেখে অদূর ভবিষ্যতের।
কখনো ঈশ্বর সান্নিধ্য লাভে
মন্ত্র তন্ত্র সাধনার বশবর্তী হয়ে পড়ে।
বিশ্বের ইতিহাসে মানুষত্বকে
কলঙ্কিত করেছে নরবলি
যুগ যুগ ধরে।
তবে আজো কুসংস্কারে আবদ্ধ মানবকুল
দেশের বিভিন্ন প্রান্তে
ধর্মের নামে করে নরবলি।
মানব হত্যা এ কোন প্রথা
খুঁজে দেখ দেখি নিজ গ্রন্থখানি।
মানব সেবায় শেষ্ঠ পন্থা
কহে গেছেন গুনিজন।
রক্ত নিয়ে খেলা
এ নয় কি অপরাধ
ঈশ্বর আল্লাহ ভগবানের
নিকটে।
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )