দীর্ঘ দিন দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ন হওয়ার অপেক্ষায় আমতলা ফাজিল নগরের ব্রীজ


বৃহস্পতিবার,২৬/১০/২০১৭
750

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল -মুর্শিদাবাদ : কাজ সকলেই ভালো বাসে সেটা হোক নিজের বাড়ির কাজ নিজের ব্যাক্তিগত কাজ বা দেশের কাজ বা মসজিদ মন্দিরের কাজ । গ্রাম শহর সকল মানুষ চাই ভোট পাওয়ার পরে নেতা বা অফিসিয়াল মানুষেরা তাদের কাজ করে সুন্দর ও সুষ্ঠ ভাবে যাতে মানুষের উপকারে আসে ।মানুষের মুখে হাসি ফুটে ।সেই মত মনে হয় শুরু হয়ে ছিলো আমতলা ফাজিল নগরের ব্রীজ টি তবে সেটা এই পূর্ব সরকারের চলে যাওয়ার মহূর্তে । শুরু হয়ে চলে যায় সরকার আসে নতুন সরকার তবে বেশ কিছু দিন কাজটি চলে লোক মুখে শোনা যাচ্ছে । আমতলায় কারিগর পড়ার আলারুদন শেখ মুখ থেকে জানা যায় ফাজিল নগরের দিকের রাস্তার জমি সংক্রান বিষয় সমাধান হয়ে গেছে কিন্তু আমতলার দিকে রাস্তার বহু বাকের কারনে আর জমির দামের কারণে গার্লস স্কুল ও কলেজের পিছনের দিকে আমতলা মডেল স্কুলের পাশের রাস্তাতে সমস্যা শোনা গেলো। আর ও শোনা গেলো শিলান্যাস হয়েছিলো ফাজিল নগরের দিক থেকে। আর শোনা গেলো এই কারনে বেশ কয়েকবার অফিসিয়াল লোক ও এসেছিলো তা দেখে মানুষের মনে আশার কিরণ দেখা দিয়েছিলো কিন্তু আবার হতাশা হয়ে পড়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যেমন আমতলা ফাজিল নগর পিয়ারপুর নারায়নপুর এছাড়াও অনেক গ্রাম কেননা তাহারা সকলে সহজে আসা যাওয়া করতে পারতো । কিন্তু এখন চেয়ে আছে সরকারের দিকে যদি এই কাজের দিকে লক্ষ রাখে আর সমাধানের কোনো পথ বের করে তাহলে বহু মানুষের মুখে হাসি ফুটবে। সঙ্গে ভোট দেওয়া তাদের সার্থক হবে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট