ভাবতা অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে চাষী ভাইদের আম ও মেহেগুনী গাছ বিতরণ


বৃহস্পতিবার,২৬/১০/২০১৭
937

নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদ: ভাবতা অঞ্চল তৃণমূলের পক্ষে আসার পরে পরে কাজের গতিও বেড়েছে গ্রামে। রাস্তার কাজ যেমন শুরু হচ্ছে তেমনি কিছুদিন আগে কাপড় বিতরণ করা হয়েছে। এছাড়াও সরষে মসুর ও খেসারির বীজ চাষী ভাইদের জন্য বিতরণ করা হয়েছে। এবার আম ও মেহেগুনী গাছ বিতরণ করা হচ্ছে। আমরা শুনেছি সরকার এবার গম চাষ করতে নিষেধ করেছে । গমের বিশেষ রোগের কারণে । তাই চাষী ভাইরা গম চাষ না করে সরষে মসুর ও খেসারির চাষ এ মনযোগ করতে পারে তাই তৃনমুল সরকারের পক্ষ থেকে সরষে মসুর ও খেসারির বীজ বিতরণ করা হয়েছে এবার আম ও মেহেগুনী গাছ বিতরণ করা হচ্ছে।তবে এই মত যদি সকল গ্রামে বিলি করে থাকে তাহলে গ্রামের চাষী ভাই সকল উপকৃত হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট