রাত শহর


রবিবার,০৫/১১/২০১৭
811

রাত শহর !…
মাল্টিপ্লেক্স লহরীতে
জল ছবির বিনোদন শেষে
বিসমিল্লা’ বাজে ঘরমুখো চিতে
শহুরে ভাঁজে শহরের সংশ্লেষে !
মেহফিল, মৌতাত, হাড়কাটা গলি
অথবা বিনোদিনী, চোখের বালি !
চেতনার চাক ভাঙা মধু….
কখনও উর্বশী, কখনও বধূ !
আলো, আলো, আরও আলো
এ’ চোখে চাঁদ, ও’ চোখে কালো !
মন খুলে,মন মুড়ে, দেহ লুটে,
নিকষ আকাশে তবুও তারা ফোটে !
মানহারা আগুনের আজানে
ছায়া পোড়ে আশ্লেষ বিহনে !
ঘুমহীন নক্সীপাড় শহরে
প্রাণ তবু প্রেম খুঁজে ফেরে !
পাতা ঝরে অবসাদ রেলিঙে
ফুল ফোটে আর একটা ভোরে !
গান গেয়ে প্রহরে প্রহরে,
পাখি ওড়ে আর একটা ভোরে !
                                  …..রক্তকরবী
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট