ইচ্ছে


রবিবার,০৫/১১/২০১৭
912

ইচ্ছে !…
প্রতিদিন জানলায় নাগরিক যন্ত্রণা,
           পাঁজর জুড়ে, পাথরের দামামা !
ফরাস পথে চলা, না
                কাঁটা পথে ফেরা, জানি না…
প্রাণ-হারা আকাশের বোধে
               আমি প্রেমহীন, তিলোত্তমা !
নিদারুণ যন্ত্রে নীরবতা খান্ খান্,
                 সপ্তকের শেষে থামে সাম-গান ।
শপিং মল, ইকো স্পেস্ , কাঁচমোড়া মাটি,
               সভ্যতার আদলে নকল পরিপাটি !
স্নায়ুভরা চাপের আঁধারে,
            প্রাণ ফেরে অশান্ত নীড়ে ।
বৃত্তটা বিন্দু হয়ে যায়
            পাখার পরাধীনতায় !
হে কল্লোলিনী !
        তবুও তোমার স্রোতমূলে
আমার অ-নাগরিক চাওয়া…
      বেলাশেষে মুড়ে দাও আমাকে
মুক্ত বাতাসের চন্দনে,
      এক টুকরো সবুজের কাফনে !
                                                    ……রক্তকরবী ।।
[ মনের আকাশ জুড়ে ইমারতী
  ঘেরাটোপে আমার ভাবনা !…]
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট