গোটা ভাঙড় এখন ডেঙ্গুর কবলে


মঙ্গলবার,০৭/১১/২০১৭
1152

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: গোটা ভাঙড় এখন ডেঙ্গুর কবলে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জন বলে অভিযোগ।আক্রান্ত ব্যাক্তির সংখ্যা শত শত। মানুষ আতঙ্কে দিন গুনছে।

একাধিক সংগঠন ইতোমধ্যে ব্লিচিং পাউডার ছড়ানো থেকে কীটনাশক স্প্রে করেছে। মাইক প্রচার ও চালিয়েছে তারা।
আজকে ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে মরিচা গ্রামে চলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচী। অংশ নেন জনপ্রতিনিধি ও স্থানীয় মসজিদের ইমাম। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে পুলিশ,জনপ্রতিনিধি ও ইমাম এক হয়ে নেমে পড়লেন ।

পুলিশ বাহিনী সম্বন্ধে সমাজে নেতিবাচক মনোভাব রয়েছে। অথচ বলা হয় পুলিশ ‘জনগণের বন্ধু’। তাদের কাজ মূলত আইন প্রয়োগ করা। কিন্তু আজকে পুলিশ মানুষের জীবন বাঁচাতেও এগিয়ে এলেন। প্রমাণ করলেন তারা মানুষের প্রকৃত বন্ধু হিসেবে।
উল্লেখ কিছু দিন আগে পাতলেবাস অভিযানে শহীদ অমিতাভ মালিক মারা যাওয়ার পর চোখে পড়েছিল পুলিশ বাহিনীর প্রতি সহানুভূতি। গোটা বাংলা যেন কেঁদেছিল এক হয়ে। আজকে ভাঙড় থানার পুলিশের কাজে সহযোগিতা করে ভাঙড়ের সাধারণ মানুষ পমাণ করল পুলিশের প্রতি তাদের ইতিবাচক মনোভাবের।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট