আজ কালাদিবস পালনের মাধমে বেলডাঙ্গা তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল


বুধবার,০৮/১১/২০১৭
744

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডলসারগাছিমুর্শিদাবাদ: আজ আজ বেলডাঙ্গা ব্লক এর নেতৃত্বে সারগাছি ৩৪ নম্বর পথে বিরাট মিছিল । একবছরে পদার্পণ করল সাবকা সাথ সাবকা বিকাসের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা মদি সরকারের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নোট বন্দি। ২০১৬ সালের নভেম্বর মাসের আজকের রাতেই একদম ঘটা করে দেশের আম জনতা কে বিকাশের অনেক গল্প শুনিয়ে ঘোষনা করা হয়েছিলো নোট বন্দির তুঘলকি সিদ্ধান্ত। সাধারণ মানুষও প্রথমদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও যখন ব্যাংকের সামনে ১০বছরের নাবালক থেকে ৯০বছরের আবাল বৃদ্ধা যখন প্রখর রৌদ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকেই মৃতুর কোলে ঢলে পড়ে তখনি মানুষ বুঝে যাই কোন ভুলকে আমরা সাধুবাদ জানিয়েছি।এই নোট বন্দির গেরোই পড়ে প্রান গিয়েছে ১০০রো অধিক। ক্ষতির হিসাব তো সাধারণ মানুষ প্রতি পদে পদে ভুক্তভোগী। বিশিষ্ট অর্থনিতিবিদ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে থেকে তাবড় অর্থনিতিবিদরা এর কুফল ও সিদ্ধান্ত যে ভুল ছিলো দ্যারথহীন ভাষাই ঘোষণা কোরলেও এখনো মোদি সরকার ভুলের ঢোক গিলতে পারছেনা। আজকে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংঘটন এই কালা সিদ্ধান্তের প্রতিবাদ পথে নেমে শুরু করেছেন।আজকে সারগাছি ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে এক বিরাট মিছিলের আয়োজন । এই মিছিলে নোট বন্দির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।,বেলডাঙ্গা ব্লক এর নেতৃত্বে এই কালা দিবস পালন । এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন নেতা নেতৃবৃন্দ প্রতিটি অঞ্চলের।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

https://youtu.be/tiboYICcZ-0

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট