নষ্ট মেয়ে


রবিবার,১৯/১১/২০১৭
2080

নষ্ট মেয়ে !…

একটু আগে পাপমোচী বৃষ্টি হয়ে গেছে
নিয়ন আলোর ফোটন মেখে
ফ্লাইওভারটা পড়ে আছে সরীসৃপ চিতে ।
কানা গলির ঝুলবারান্দায় রজনীগন্ধা ফুটেছে
আমার অসতী জীবনের রজত জয়ন্তীতে ।
আলো নেভা রাত শহরে…
স্বপ্ন বেচে সুরেলা মেহফিলে
আমার দু’চোখে বিয়াস ঝরে ।
হে নিষ্কলঙ্ক পুরুষ !
তুমি কি মানো আজন্ম বিশ্বাসে…
তোমাকে সুভাগী করে বেলাশেষে,
আমি অভাগী এ’ স্বর্গবাসে ?
ফিরে উল্টোপিঠ আঁধারে
এ’ শুচি মন ভাসাও মূল স্রোতে
জ্যা খুলে অসার অহংকারে ।
শেষ হোক কলঙ্কী ব্যথা,
শেষ হোক নষ্ট মেয়ের কথা !

………রক্তকরবী ।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট