রাজারহাটে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


শুক্রবার,০১/১২/২০১৭
1176

সত্য‌জিৎ মন্ডল: রাজারহাটে পাঁচটি প্রকল্পের সূচনা করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটিই জানালেন রাজারহাট নিউটাউন বিধানসভার সভাপতি প্রবীর কর মহাশয়। ঘোষণা স্থান রাজারহাট শিখরপুর কর্মী সম্মেলন। আসন্ন পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে এদিনের কর্মী সম্মেলন। চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এদিনের কর্মী সম্মেলনের আয়োজন করেন। দায়িত্বে পঞ্চায়েত সভাপতি তরণী নস্কর মহাশয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয়, রাজারহাট নিউটাউন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাসুদেব নস্কর মহাশয়, জেলাপরিষদ সদস্যা জাহানারা বিবি, পঞ্চায়েত প্রধান আনসারুজাম্মান, এছাড়া চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এর ২৬টি বুথের নব নির্বাচিত বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য সদস্যা। প্রবীর কর মহাশয়ের বক্তব্যই ছিল সম্মেলনের মূল ভিত্তি।[amazon_link asins=’8129514397′ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’ed419200-d64e-11e7-b26d-11370c68478b’] তিনিই দলীয় পতাকা উত্তলোনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি এদিন বলেন, নিন্মস্থ কর্মীদের সম্মান দিতে হবে। কাউকেই অসম্মান করা যাবে না। ভোটের মুখে যারা দলে আসতে চাইছে তাদের স্বাগত জানাতে হবে। পাশাপাশি তিনি আর বলেন ভোটে দাঁড়ানো নিয়ে বিরোধ চলবে না। দল যা সিন্ধান্ত নেবে প্রত্যেক কে সেটাই মেনে নিতে হবে। এদিনের সম্মেলনে প্রত্যেক বুথ থেকে আগত সদস্যদের একজন কে বুথের সমস্যা ও পরিকল্পনার কথা মুক্ত কণ্ঠে বলার সুজোগ দেওয়া হয়। প্রবীর কর মহাশয় নিজে বসে সেগুলি শোনেন এবং কিছু সমাধানের কথাও বলেন। সম্মেলনের পরিচালনা করেন বাসুদেব নস্কর মহাশয়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট