কুলটি -নিউটাউন রোডের ভগ্নদশা


রবিবার,১০/১২/২০১৭
936

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দীর্ঘ দিন ধরে বেহাল দশা কুলটি -নিউটাউন রোডের।সামান্য বৃষ্টিতেই জলে টইটম্বুর রাস্তা।রাস্তা না পলি জমা নদী বুঝে ওঠা দায়।যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই পথ চলতে হচ্ছে সাধারণ মানুষের। নিউটাউন,বিধাননগর,কিংম্বা কোলকাতার সঙ্গে ভাঙড়, মীনাখাঁ এবং হাড়োয়ার যোগাযোগ রক্ষা করে গুরুত্ব পূর্ণ কুলটি -নিউটিউন রোড।দুটি বাস রুট রয়েছে এই রোডে। একটি কুলটি(মীনাখাঁ)-খান্না রুট। অপরটি কাশিপুর(ভাঙড়)-ডানকুনি রুট। রুট দুটি তথা রাস্তাটির বিরাট একটা অংশ ভাঙড় বিধান সভার উপর দিয়ে গেছে। উল্লেখ্য ভাঙড়ের শানপুকুর, এবং পোলেরহাট ১ ও ২ জিপি থেকে নির্বাচিত দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ আবু তাহের সর্দার।পূর্তের কর্মাধ্যক্ষ যে
অঞ্চল থেকে নির্বাচিত সেখানকার রাস্তার এমন দশায় ক্ষোভে ফুসছে এলাকার মানুষ। [amazon_link asins=’B010TTLYLK’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’fe446b21-dd78-11e7-a0e6-1176a10b1cb6′]এবিষয়ে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম বলেন এলাকার মানুষের ক্ষোভ সঙ্গত।দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ যেহেতু এখান থেকেই নির্বাচিত তাই মানুষের প্রত্যাশা ছিল ঝাঁচকচকে রাস্তার।এটা নিয়ে আমি যেখানে কথা বলার বলব।যাতে করে দ্রুত রাস্তাটি মেরামত করা হয়।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট