পথ নিরাপত্তা বাড়াতে পুলিশের অভিনব উদ্যোগ ,রাতের অন্ধকারে ট্রাক থামিয়ে চালকদের চা-জল খাওয়ালেন পুলিশ


বৃহস্পতিবার,১৪/১২/২০১৭
600

বাংলা এক্সপ্রেস,্প্রতিবেদক ঃদ্রুত গতিতে ছুটে আসছে ট্রাক ,গভীর রাতে সেই ট্রাক থামিয়ে জল এগিয়ে দিলেন পুলিশ ।বলা হল চোখে-মুখে জল দিয়ে একটু জল খান।তাদের আরও অবাক করে বাড়িয়ে দেওয়া হল গরম চা, বিস্কুট।মাঝরাতে এমন আপ্যায়ন কেন?পলিশের বক্তব অন্যান জায়গার পাশাপাশি  বারুইপুরে ইদানিং পথ দুর্ঘটনা বেশ বেড়েছে ,রাতেই ট্রাক চালকরা ফাঁকা রাস্তায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাল পত্র নিয়ে দ্রুত গতিতে যাতায়াত করেন ,অনেক সময় রাতে গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ে।যার ফলে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে । এই ধরনের ঘটনার প্রকোপ কমাতে মঙ্গলবার রাতে বারুইপুরের পদ্মপুকুর
কাজি পাড়ার কাছে পুলিশ মাঝ রাস্তায় ট্রাক থামিয়ে চালক ও খালাসিদের খাওয়ালেন গরম চা ও জল , পুলিশের সাথে ছিল বারুইপুরের সিভিক পুলিশরা । পুলিশ ও সিভিক পুলিশরা শুধু জল ,আর চা খাওয়ালেন না একই সাথে তাদের জোরে গাড়ি না চালানোর ব্যাপারে সতর্কও করলেন । পুলিশের হাতে জল ,চা খেয়ে বিশ্বাস করতে পারছেন না ট্রাক চালকরা । পুলিশের এ হেন অভিনব উদগ্যে খুশি ট্রাক চালক থেকে শুরু করে বাসিন্দারা । এক পুলিশ আধিকারিক জানান ,পথ নিরাপত্তায় দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ ,সচেতন হওয়া সব চেয়ে জরুরি ,শুধু জরিমানা বা পাকড়াও নয় তাদের চা জল খাইয়ে বার্তা দেওয়া গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পরো না ,এতে চলে যাবে অনেক প্রান । আগামি দিনে এই উদ্যোগ আরও হবে ।অভিভূত এক ট্রাক চালক বললেন, ‘‘রাত-বিরেতে বহু পুলিশ দেখেছি। নানা রকম ব্যবহার দেখতে হয়েছে তাদের। কিন্তু আজ যা ঘটল, এমন অভিজ্ঞতা আগে হয়নি।’’

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট