নিজস্ব সংবাদদাতা: ১০৯ দিন পর আবারও বিকট শব্দে কেঁপে উঠলো সমুদ্র নগরী দিঘা ও তার আশেপাশের এলাকা। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহঃস্পতিবার দুপুর দেড়টার দিকে হঠাৎ বিকট আওয়াজ শুনা যায় দিঘার বিস্তীর্ণ এলাকাজুড়ে। সাথে সাথেই ভীতি ছড়িয়ে পড়ে সবার মাঝে। সমুদ্রে স্নানরত দর্শনার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে তড়িঘড়ি করেই জল ছেড়ে উঠে আসেন। বিভিন্ন হোটেলে থাকা বহু পর্যটকও ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
শব্দের উৎস এখনো আজানা। ঠিক যেমনি অজানা আছে এবছরই ২৬ আগস্ট পরপর দুবার হওয়া বিকট আওয়াজের উৎস। ঐ বিস্ফোরণস্থলও চিহ্নিত করা যায়নি।
Auto Amazon Links: No products found.