মুর্শিদাবাদ জেলা বই মেলা ২০১৭-২০১৮


মঙ্গলবার,১৯/১২/২০১৭
750

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল, বাংলা এক্সপ্রেস,বহরমপুর: মুর্শিদাবাদ বই মেলা শুরু হয়েছে ১২ ডিসেম্বর থেকে শেষ হবে ১৯ ডিসেম্বর আর বই মেলায় বিভিন্ন স্টল বসেছে যেমন জ্ঞান বিচিত্রা, চিত্রলেখা, ফাল্গুনী প্রকাশক,সহ বহু বই এর স্টল । মূলত বইয়ের স্টল বসে বইমেলায় কিন্তু আধুনিক ই বুকের যুগে বইমেলায় স্থান করে নিয়েছে আইটিস্টল গুলি।তথাপি বইয়ের গুরুত্ব মানুষের কাছে রইবে চিরকাল।দেশের বিভিন্ন প্রান্তে বইমেলার আয়োজন হয়ে থাকে ।বইমেলায় যেমন বিশিষ্ট লেখক গনের বই পাওয়া যায় সেইমত নবাগত লেখক গনের বই পাওয়া যায় সহজেই বই স্টল গুলি হতে।তাই পাঠক গনের সমাগম দেখা যায় বই মেলাতে। বহরমপুর লোকাল লাইব্রেরি অথরিটি, মুর্শিদাবাদ “ব্যারাক স্কোয়ার ময়দান ” বহরমপুরে ১২-১৯ শে ডিসেম্বর বই মেলায় আয়োজন করেছেন ।মেলায় বিভিন্ন স্টল যেমন রয়েছে অনুরূপ পাঠক ও আগত মানুষদের জন্য সাইকেল গাড়ি রাখার ও শৌচালয়ের ব্যাবস্থা করা হয়েছে। তবে সাইকেল ও গাড়ি রাখার জন্য টাকা নেওয়া হচ্ছে সাধারণ মানুষের নিকট হতে ।তবে ভিআইপি দের কাছে নেওয়া হচ্ছে না। আর মেলায় প্রবেশ করার জন্য পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে। মেলায় আগত খাগড়া ঘাট হতে হজরত আলী মুখ হতে জানা গেলো মেলায় দিনের বেলায় তেমন লোক দেখা না গেলেও সন্ধ্যা ছয়টা থেকে রাত্রী আটটি তিরিশ এর মধ্যে বেশ লোক দেখা যায়।এছাড়াও মেলায় সাংকৃতিক মঞ্চ ও লেখকদের জন মঞ্চ করা হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট