নিজস্ব সংবাদদাতাঃ অর্থাভাবে বাড়ির কাজ বন্ধ রয়েছে এমন লোককেও গীতাঞ্জলী প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আরো বেশী মানুষের কাছে গীতাঞ্জলী প্রকল্পের সহায়তা পৌছে দিতে এ উদ্যোগ নিলো রাজ্য। মঙ্গলবার নবান্নের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজের বাড়ি তৈরীর আর্থিক ক্ষমতা নেই এমন মানুষের সহায়তার জন্য হাতে নেওয়া হয়েছিলো গীতাঞ্জলী প্রকল্প। যোগ্যতার নির্দিষ্ট মাপকাঠি মেনে গ্রাম ও শহরের ভিত্তিতে ৭০ থেকে ৭৫ হাজার টাকা সাহায্য দেয় সরকার।
এখন থেকে গীতাঞ্জলী প্রকল্পে আরো বেশী সংখ্যক মানুষ উপকৃত হবে বলে দাবী করে আবাসন মন্ত্রী সোভন চট্টোপাধ্যায় বলেন “বছরে প্রায় এক লক্ষ বাড়ি এবার বরাদ্দ করা হয়েছে, শহর অঞ্চল শুধু কোলকাতা পুরসভা নয়, বিভিন্ন মিউনিসিপাল এলাকায় কেউ যদি বাড়িতে এডিশোনাল ডোনেশন চান এবং গীতাঞ্জলী প্রকল্পের অন্য শর্তগুলো পূরণ করেন তাহলে তিনি এ সহায়তা পাবেন।”
নবান্ন সূত্রে জানা গেছে খুব দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে।