এক সমুদ্র এক নারী


রবিবার,২৪/১২/২০১৭
2404

॥ এক সমুদ্র এক নারী ॥

কী আছে তোমার সমুদ্র ?
এক পাতাল অমৃত, হলাহল, রত্ন আকর
আর পুরুষালী তর্জন, গর্জন, অহংকার !
সময়কে অসতী করে সম্ভোগ অধিকারে,
আছড়ে পড়ো আমাতে দিনে রাতে ।
ঝিনুক আলপনায় সভ্যতা আঁকো
আমার বালিমাখা বুকে !

কি ভেবেছো অনন্ত নীল ?
বাসুকী ফণায়
আমাকে খান্ খান্ করে অহংকারে,
ঢলে পড়বে প্রেমহীন প্রলয় নেশায়
শেষ হবে সৃষ্টি, শেষ হবে সারিগান ।
সমুদ্র পুরুষ !
মুখোশ খুলে বৃথা গর্জনে,
সম্ভ্রম করো আমায় কানায় কানায় ।
জীবন মৃত্যুর নাগরদোলায়…
আমি তট, আমি নারী, আমি বাঁধন !

……রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট