মধুমিতা: বছরের প্রথম দিনেই ঘটল মর্মান্তিক দূর্ঘটনা। বাইকে ছেড়া কেবলের তার জড়িয়ে প্রান হারাল এক যুবক। সোমবার সকাল পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে পার্কসার্কাসের ৪ নম্বর ব্রিজের কাছে। প্রতক্ষ্যদর্শীদের থেকে যানা গেছে বেপরোয়া গতিতে পার্কসার্কাস থেকে ইএম বাইপাসের দিকে যাচ্ছিল ১৬ বছরের মহম্মদ তৈসিফ। আচমকাই কেবেলের তার জরিয়ে যাওয়ায় কিছুটা দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের। ঘটনাটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি দীর্ঘ দিন ধরে পার্কসার্কাস ব্রিজের এক পাশে কেবলের বহু তার পেঁচিয়ে রাখা ছিল বহুবার আবেদন করা সত্ত্বেও তার সরিয়ে নেওয়া হয়নি।
Auto Amazon Links: No products found.