উৎসব এর মেজাজে কল্লোলিনি তিলোত্তমা


সোমবার,০১/০১/২০১৮
1025

শুভ বিশ্বাস: উৎসব এর মেজাজে গোটা শহরবাসী। ইকোপার্ক থেকে শুরু করে মিলেনিয়াম পার্ক,চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্তর, ধর্মতলা ময়দান থেকে উত্তর কলকাতা সারা শহর জুড়ে এক ই ছবি।রাজারহাট ইকোপার্ক ও নানান পিক্নিক গার্ডেন সকাল থেকেই জমজমাট। শীতের রোদ মেখে পিক্নিকের মেজাজে সবাই,আট থেকে আশি। ভিভিন্ন রেস্তরাঁ গুলিতে উপছে পড়েছে ভীড়।সাথে নতুন বছর কে স্বাগত জানিয়ে হই হুল্লোরে কাটাচ্ছে সকলে।তিলোত্তমা কলকাতা সেজেছে নতুন সাঝে। প্রিন্সেপ ঘাট থেকে নন্দন চত্তর একি ছবি।সাল শেষ এর আনন্দে নতুন বছর যে বাড়তি উন্মাদনা ও আনন্দ নিয়ে আসে সেতো সকলের জানা। প্রানবন্ত হয়ে ঊঠুক এই বছর,সুরেলা সফরের সাক্ষী থাক মায়াবী কলকাতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট