সেল্ফ ওয়াটার প্লান্টার কীভাবে তৈরী করবেন


বৃহস্পতিবার,০৪/০১/২০১৮
516

শুভ বিশ্বাস: আজ বিজ্ঞান ও প্রযুক্তি যুগ এ সময় বাঁচাতে ও অল্প সময়ের মধ্য কিভাবে একটা সেল্ফ ওয়াটার প্লান্টার বানাবেন তার হদিশ দিলেন নুর হোসেন মন্ডল।এটি বানাতে একটি প্লাস্টিকের বোতল, প্রয়োজন, বোতল টির নীচের অংশ থেকে মাঝখানে থেকে আলাদা করতে হবে। নীচের অংশ টি গাছ কে ধরে রাখতে সাহায্য করবে, ও গাছের শারীরবৃত্তিয় প্রক্রিয়া সাহায্য করবে, ও উপরের অংশ টি জল ধরে রাখবে।সাধারণত জলের অপচয় কমানো যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যখন বাড়িতে টবে গাছে জল দিয়ে থাকি, সাথে মাটি ও খনিজ পদার্থ বেরিয়ে যায়। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে তা হবে না।কখনো জলের পরিমান কমে গেলে ওই সুংরক্ষিত ওয়াটার প্লান্টার থেকে জল পেয়ে যাবে। গাছট বোতলের নীচের অংশে গাছ বসাতে হবে প্রথমে, তবে অভিনব এক প্রক্রিয়া তা বলাই যেতে পারে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট