শুক্রবার বিশ্ববাংলার লোগো লঞ্চ করবেন মুখ্যমন্ত্রী


শুক্রবার,০৫/০১/২০১৮
1336

বাংলা এক্সপ্রেস ,প্রতিনিধি : শুক্রবার কলকাতায় ফিরে বিশ্ববাংলার লোগো লঞ্চ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার থেকে অশোক স্তম্ভের পাশাপাশি  রাজ্য সরকারের নিজস্ব এম্বলেম – বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা শুরু হবে। আজ শুক্রবার, বীরভূম থেকে কলকাতা ফিরে আনুষ্ঠানিক ভাবে সেই লোগো প্রকাশ করে ব্যবহার শুরু করবেন বলে এদিন বীরভূমের কেন্দুলিতে জয়দেব মেলার উদ্বোধন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গতকাল আমরা বিশ্ববাংলা লোগো ব্যবহারের অনুমতি পেয়েছি। সরকারি কাজে অশোক স্তম্ভের সঙ্গে আমরা বিশ্ববাংলা লোগো ব্যবহার করব। কাল কলকাতা ফিরেই আমি এই এম্বলেমের সুচনা করব”। এখন থেকে অশোক স্তম্ভের নিচে সরকারি সব কিছুতেই রাজ্যেই পরিচিতি হিসাবে এই লোগো ব্যবহার করা হবে বলে ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ বাংলার লোগো তৈরী করা হয়েছে। আমি নিজে সেটা ডিজাইন করেছি। আমি আগামীকাল কলকাতায় ফিরে গিয়ে সেটা লঞ্চ করব। এটা বাংলার নিজস্বতা। বাংলার টেলেন্ট।”
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বিশ্ববাংলা লোগো সরকারী কাজে ব্যবহারের অনুমতি দেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট