সুস্মিতা সরকার: ৫ই জুন ৩২ বছরে পা রাখলেন বলিউড হার্টথ্রব নায়িকা দীপিকা পাড়ুকোন। এই স্পেশাল দিনটিকে আরও স্পেশাল বানানোর জন্য রনবীর ও দীপিকা এই দিনই শ্রীলঙ্কায় সেরে ফেলেছেন তাদের রিং এক্সচেঞ্জ পর্ব এমনটাই শোনা যাচ্ছে। তবে বলিউডের প্রথম সারির এই সমস্ত তারকা দের কে নিয়ে জল্পনা কল্পনার অবসান নেই মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের। কোনটা সত্যি কোনটা মিথ্যে তা সময় ই বলে দেবে।
বিরুষ্কার ব্যাপারে ও এমন ই কিছু গুজব ছড়ায় তাদের বিয়ের কিছুদিন আগে। তবে সব তথ্যই ভুল বলে প্রমাণিত হয়, ইতালিতে তাদের বিয়ের প্রাক্কালে রিং এক্সচেঞ্জ অনুষ্ঠানটি দেখে। তবে রনবীর ও দীপিকা এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছে সেটি নিশ্চিত। গত পাঁচ বছরের প্রেম সম্পর্ককে পরিণতি দেওয়ার জন্য আর দিন গোনার অপেক্ষা। খুব শীঘ্রই বন্ধনে আবদ্ধ হতে চলেছেন “দীপবীর” ।
Auto Amazon Links: No products found.