শুভ বিশ্বাস: বিখ্যাত ফ্লিমস্টার সালমান খান কে খুনের হুমকি। রাজস্থানে থাকাকালীন তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে সুত্রের খবর। রাজস্থানে কৃশ্নসার মৃগ হত্যার মামলা হাজিরা দিতে যোধপুর আদালতে যান সালমান খান।তবে কেন এভাবে তাকে হুমকি মুখে পড়তে হল? তার উত্তর নিয়ে সরগরম ফিল্মি দুনিয়া। তবে বলিউডের টাইগার কে নিয়ে এমন খবর নতুন কিছু নয়।তবে বিখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই তাকে হুমকি দিয়েছে। তবে রাজস্থানে বিশনই সম্প্রদায়েরা হরিনের পুজা করে, তাদের কাছে আবেগের বিশয় এটি। তবে বলা যায় নতুন বছরের শুরুতে নতুন করে জল্পনা বলিউডের টাইগার সালমান খান কে নিয়ে ।
খুনের হুমকি বলিউডের টাইগার সালমান খান কে
শনিবার,০৬/০১/২০১৮
688