“জয়ী” জয়ের কথা – বাংলা সি‌রিয়াল রি‌ভিউ


শনিবার,০৬/০১/২০১৮
4474

শুভ বিশ্বাস: জি বাংলা ধারাবাহিক গুলির মধ্য জয়ী ধারাবাহিক টি সহজেই নজর কেড়েছে দর্শকের। সপ্তাহান্ত এ টি আর পি তে পাকাপাকি ভাবে উপরের দিকে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে ফুটবল কেন্দ্রিক বিশয় টি এই ধারাবাহিকের ইউ এস পি।তবে ধারাবাহিক টি চিত্রনাট্য ও সংলাপ অত্যান্ত মুন্সিয়ানার সাথে উপস্থাপন করা হয়েছে। আর চিত্রনাট্য কে প্রানবন্ত করে তুলেছে কলাকুশলী দের অভিনয়।তবে সব মিলিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে এক ধন্যি মেয়ের চরিত্র সহজেই নজর কেড়েছে দর্শকের। তবে বলা যেতে পারে জীবন মানে জি বাংলা,আর জি বাংলা ধারাবাহিক জয়ী জয় করেছে দর্শকের মন তা বলার অপেক্ষা রাখে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট