শুভ বিশ্বাস: এতদিন এই স্মৃতি সোধের নিরাপত্তা দায়িত্ব একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কলকাতা পুলিশের হাতে ছিল।এছাড়াও ছিল ভিক্টোরিয়া নিজস্ব নিরাপত্তা কর্মী। ১৫ জানুয়ারি থেকে নিরাপত্তা দায়িত্ব নেবে সি আই এস এফ সুত্রের খবর।প্রতিবছর দেশের অন্যান্য স্মৃতি সোধের মধ্য ভিক্টোরিয়া সবথেকে বেশি ভিড় হয়। কর্তৃপক্ষের দাবী গড়ে প্রায় ৩৫ লক্ষ মানুষ এখানে আসেন।তবে শহর কলকাতা অন্যতম সেরা জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল বাড়তি নিরাপত্তা পাবে তা বলাই যায়। এছাড়াও পর্যটক দের কাছে এ এক নতুন খুশির বার্তা নিয়ে এল এই খবর।
Auto Amazon Links: No products found.