সুস্মিতা সরকার: নিজের কাজ সম্পর্কে বরাবর ই একনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ তিনি। কিন্তু বর্তমানে কাজের অসুবিধা হচ্ছে, যে কাজের জন্য তিনি নিযুক্ত তা সঠিক ভাবে করা হচ্ছে না ফলত এত উচ্চপদস্থ হয়ে থাকার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না, এমন ই কিছু কারণ বশত বাংলা আকাদেমির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শাঁওলি মিত্র।
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শাঁওলিকে একসময় সিঙ্গুর ও নন্দীগ্রামের গন আন্দোলনের সময় বড় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে।
এরপর যাত্রা শুরু, অনেক সংগ্ৰামের মধ্যে দিয়ে আকাদেমির ভার তাঁর কাঁধে এসে পড়ে। কিন্তু বর্তমানে আর সম্ভব হচ্ছে না, তাল কেটে গিয়েছে এমনটাই জানালেন তিনি সংবাদ মাধ্যমকে। এ নিয়ে সপ্তাহ তিনেক আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তিনি, সবিস্তারে লেখেন তার সমস্যার কথা। কিন্তু আসেনি কোনো উত্তর। “পদের প্রতি আমার কোনো মোহ নেই, কাজ করতেই চেয়েছিলাম” জানালেন অভিমানী শাঁওলি মিত্র।
Auto Amazon Links: No products found.