সত্যজিৎ মন্ডল: বিনোদন ও ইন্টারনেট পরিষেবার জগতে কেবল অপারেটারই বাংলার স্তম্ভ। এমনই দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন কেবল টিভি শো ২০১৮ তে এসে এমনই দাবী ববির। কেবল টিভি ইকুইপমেন্ট ট্রেডস এন্ড ম্যনুফেক্টুরিস এ্যাসোসিয়েশন উদ্যোগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কেবল টিভি শো ২০১৮ শুরু হয়েছে। তিনদিন ধরে চলবে এই শো। ডিজিটাল কেবল টিভি এবং ব্রডব্যান্ড পরিষেবা সাধারণ মানুষ কত সহজে পেতে পারে সে সম্পর্কে চলে সাউণ্ড ভিডিও। এছাড়া আগামী দিন গুলিতে ভালো পরিষেবা দিতে কি কি প্রযুক্তি ব্যবহার করা যায় তারও আলোচনা হয়। ফলত কলকাতা কেবল অপারেটারা বিষয়টি নিয়ে উৎসাহী।
কেবল টিভি শো ২০১৮
বৃহস্পতিবার,১১/০১/২০১৮
2133