ক্রেতা সেজে কুখ্যাত অস্ত্র ব্যাবসায়িকে গ্রেফতার করল পুলিশ ,উদ্ধার অস্ত্র


বৃহস্পতিবার,১১/০১/২০১৮
1178

নিজস্ব প্রতিনিধি ,বারুইপুর : বন্দুক কেনবার জন্য ক্রেতা সেজে গিয়ে বেআইনি অস্ত্র ব্যাবসায়িকে হাতে নাতে ধরল বারুইপুর জেলা পুলিশের স্পেসাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানা পুলিশ ,উদ্ধার হল প্রচুর অস্ত্র । ধৃতের নাম মুজিবর রহমান গায়েন । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো এক নলা বন্দুক ,একটা ৬ চেম্বার পাইপ গান । ধৃতকে মঙ্গলবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ সুত্রে খবর ,বেশ কিছু দিন পরে কথা বার্তা চলছিল দুটো এক নলা বন্দুকের বিক্রির ,দাম ঠিক হয়েছিল ৪৫ হাজার টাকা । সোমবার সন্ধের পর বে আইনি অস্ত্র ব্যাবসায়ি মুজিবর রহমান গায়েন নতুন হাট বাজারে অপেক্ষা করতে থাকে তার ক্রেতাদের জন্য , বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানা পুলিশের বিশেষ টিম ক্রেতা সেজে পৌঁছে যায় নতুন হাটে , কিন্তুর ক্রেতার সেজে পুলিশ দেখেই তাজ্জব বনে যায় ২২ হাটার অস্ত্র ব্যাবসায়ি মুজিবর । এর পর পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে এই বে আইনি অস্ত্র কারবারিকে । মুজিবর দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যাবসার সাথে যুক্ত , তার বাড়ি থেকে অস্ত্র পাচার হত কুলতলি ,বসিরহাট , মিনাখা এমনকি ভাঙ্গড় এলাকাতে । ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ অন্য দুষ্কৃতীদের সন্ধানে তল্লাসি চালাবে । পঞ্চায়েত ভোটের আগে এই অস্ত্র ব্যাবসায়ি গ্রেপ্তারে সাফল্য এল পুলিশের ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট