“গুলি জবাব গুলিতেই দিল ভারত”


শনিবার,২০/০১/২০১৮
632

জম্বু ১৯শে জানুয়ারি : হাতে মাত্র ২৪ ঘন্টা সময়, বিএসএফ প্রধানের নির্দেশ অনুযায়ী একদিনের মধ্যে পাকিস্তানের উপর প্রত‍্যাঘাত করলো ভারতীয় সেনা। ধ্বংস হয়ে গেল পাকিস্তানের একের পর এক সেনাচৌকি। ভারতীয় সেনাবাহিনীর পাল্টা অ‍্যার্টাকের ধাক্কাটা সরাসরি টের পেয়ে গেল পাকিস্তান। গত বৃহস্পতিবারই বিএসএফ প্রধান কে কে শর্মা হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার পাকিস্তানকে গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। কাজেও তা করে দেখালো ভারতীয় জওয়ান। জম্বু আর এস পুরা ও আর্নিয়া সেক্টর বিএসএফ এর প্রত‍্যাঘাত পাকিস্তানের চারটি সেনাচৌকি ধুলিসাৎ হয়ে গেল। এই সেনাচৌকিগুলি থেকেই পাকিস্তান একনাগাড়ে মর্টার হামলা চালাচ্ছিল। বিএসএফ এক সিনিয়র অফিসারের দাবি, পাকিস্তানের বহু সেনা খতম হয়ে গিয়েছে এই হামলায়, সংখ্যাটা ২৫জনের কাছাকাছি।
      সরকারী সূত্রে খবর, পাক্ হামলায় মৃত্যু হয় এক ভারতীয় বিএসএফ জওয়ান ও দুই গ্ৰামবাসীর। জখম হয়েছে ২৩জন। তাদের মধ্যে একজন হেড কনস্টেবল জগপাল সিং(৪৯)। এদিকে, দক্ষিন কাশ্মীর  পুলওয়ামা জেলায় এক জঙ্গিদের গ্ৰেনেড  হামলায় আট পুলিশকর্মী জখম হয়েছেন। এলাকায় তল্লাশি চলছে পুলিশের।
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট