সুকান্ত সংস্কৃতি সংঘের চেতনা উৎসব


বৃহস্পতিবার,২৫/০১/২০১৮
596

কাজী হাফিজুল, রাজারহাট: দীর্ঘ ২৭ বছর ধরে শিখরপুর সুকান্ত সংস্কৃতি সংঘের উদ্যোগে শিশুদের বসে আঁকা,আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এছাড়াও একদিনের আট দলীয় নট আউট ফুটবল খেলার আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর ।তিনি বলেন, “শুধু পড়াশোনা নয় খেলাধুলা ও জীবনে দরকার আছে , ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই, আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার কামনা করেন, “। ক্লাব সম্পাদক সুধীর রায় বলেন, “আমরা মানুষের সেবা, আনন্দ দেওয়ার জন্য এমন নানাবিধ কাজ করে থাকি,”।অনুষ্ঠানে ১৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন সমাজসেবী তাপস রায়, পার্থ প্রতীম মণ্ডল, দর্শন রায়, দেবাশিস বৈদ্য, গনেশ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবগ ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট