কাজী হাফিজুল, ভাঙড়ঃ
আর কত পুলিশ ক্যাম্প,রাফ বাহিনী বসাবে সরকার তাই বলে আমরা পিছু হটবো,তা কখনো নয় কথা গুলি জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির ।তারই কথা মুখে নয় কাজে দেখিয়ে দিল শুক্রবার বিকেলে জমি কমিটির বকডোবা মোড় থেকে শ্যামনগর দীর্ঘ চার কিমি পথ মিছিল করে ।মিছিলের শেষে রেডষটার কুশাল দেবনাথ বলেন, “সরকার যে আমাদের সাথে পুলিশ প্রশাসন দিয়ে জোর করে পাওয়ার গ্রিড চালু করতে চাইছে এলাকার মানুষরা তা কোন মতে মেনে নিতে চাইছে না আরও একবার আজ মিছিল থেকে প্রমানিত হয়েছে “।
জমি কমিটি নেতা মোসারেফ হোসেন বলেন, “পুলিশ দেখিয়ে বন্দুক উঁচিয়ে ন্যায্য লড়াই রোধ করা যাবে না, তাই আমরা আজ লাঠি মিছিল করে সরকারকে দেখিয়ে দিতে চাই আমরা প্রস্তুত পারলে করে দেখাক ।” তিনি আরও বলেন আগামী তিন দিন গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে ।
এদিন মিছিলে হাজার হাজার মহিলা অংশগ্রহণ করে ।মাছিভাঙা, খামারআইট ছাড়াও গাজীপুর, উরিযাপাড়া, টোনা, বকডোবা, পানাপুকুর, স্বরুপনগর সহ বহু গ্রাম থেকে মানুষ মিছিলে যোগ দেন বলে জানা গেছে ।