সত্যজিৎ মন্ডল:
কাশীপুর চড়ক পোতা তৃণমূল কংগ্রেসের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙড়ের জননেতা আরাবুল ইসলাম, ওহিদুল সাহেব, নান্নু হোসেন, হাকিমুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন কৃষ্টপদ পাল।
Auto Amazon Links: No products found.