রাজ‍্য পুলিশের গাফিলতিকে কটুক্তি মুখ্যমন্ত্রীর:


শুক্রবার,২৩/০২/২০১৮
1140

বাংলা এক্সপ্রেস:  রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অপরদিকে পুলিশ মন্ত্রী ও। তাই রাজ‍্য পুলিশ কর্তৃক কোনো রকমের ভুল ত্রুটি তার উপরেই বর্তায়। কুশমন্ডিতে  আদিবাসী তরুণীর উপর গণধর্ষণের মামলায় পুলিশকে ভৎসনা করলন রাজ‍্যের পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আস্থাভাজন বলে পরিচিত দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায়কে জনসমক্ষে এদিন একটি সভায় বলেন, “এটা লজ্জাজনক ঘটনা। তোমার কাছে এটা আশা করিনি।” তাঁর কথায় এলাকায় সিভিক ভলিন্টিয়ার থাকা সত্ত্বেও একজন মহিলা নির্যাতিত হয়ে পড়ে থাকবেন কেন। পুলিশের এই দায়িত্বজ্ঞানহীনতা তার মুখ থেকে অনুশোচনা হয়ে বেরিয়ে এসেছে। তিনি পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন, ” কোনো জায়গায়, কোনো সামান্য ঘটনা শুনলেও তা গুরুত্ব দিয়ে দেখবেন। সকলের সাথে যোগাযোগ রাখবেন।” এদিন মুখ্যমন্ত্রী নিজের ওই তরুণীকে দেখতে যান হাসপাতালে। ঘোরের মধ্যে থাকা তার সাথে মুখ্যমন্ত্রীর বিশেষ কোনো কথাপোকথন হয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতির সাথে সাথে ওই তরুণীর দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করেন তিনি।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট