বর্ণময় রবীন্দ্রভারতী


বুধবার,২৮/০২/২০১৮
2456

নিজস্ব প্রতিনিধি: নাচে, গানে, আবিরে ও পলাশ ফুলের আগমনে সেজে উঠলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। অন‍্যান‍্য বছর গুলির মত এবছর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দোলযাত্রা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রঙ খেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তবে প্রতি বারের ন্যায় জোড়াসাঁকোর পরিবর্তে দুদিনই বি.টি.রোড় এর শাখায় তা অনুষ্ঠিত হয়।

সোমবার ও মঙ্গলবার দুদিন ব‍্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয় হাজার হাজার মানুষ। আট থেকে আশি সবার জন্যই সেদিন খোলা থাকে বিশ্ববিদ্যালয়ের দরজা। কোথায় লাল হলুদকে স্পর্শ করেছে তো কোথাও নীল মিলেছে সবুজের সাথে।

ছেলেদের মধ্যে অনেকেই পাঞ্জাবি পড়ে আসেন, তবে লক্ষণীয় ভাবে মেয়েরা অধিকাংশই শাড়ী পড়ে উপস্থিত হন সেখানে. বসন্ত যেন পূর্ণতা লাভ করে তাদের সেই বাসন্তী রঙের শাড়িতে।

বাঙ্গালী মাত্রই শৌখিনতায় ভরপুর, তারা যেকোনো কাজেই নিপুন ভাবে করতে চায়। রবীন্দ্র সঙ্গীত প্রতিটি বাঙালির রন্ধ্রে রয়েছে আর অনুষ্ঠান যখন রবীন্দ্রভারতীতে হচ্ছে সেখানে রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যানুষ্ঠান না হওয়া তা কল্পনার অতীত।
এমন ভাবেই নাচ গান ও আবির খেলার মাধ্যমে সম্পন্ন হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এবছরের বসন্ত উৎসব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট