ত্রিপুরায় বাম বিদায়, মসনদে বিজেপি


শনিবার,০৩/০৩/২০১৮
552

নিজস্ব সংবাদদাতা:

গেঁড়ুয়া ঝড় ত্রিপুরা জূড়ে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো দল ত্রিপুরায় একটিও আসনে এগিয়ে নেই। ফলে লড়াই সরাসরি বাম বনাম বিজেপি জোটের মধ্যে। কিন্তু সময় যত গড়াচ্ছে, ত্রিপুরার ভোটগণনা বিজেপি জোটের সঙ্গে লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন বামেরা।বিজেপি নেতা-কর্মীদের দাবি, ত্রিপুরায় পদ্মফুল ফোটা এখন সময়ের অপেক্ষা। বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপি জোটকেই ত্রিপুরায় এগিয়ে রাখা হয়েছিল।

ত্রিপুরা বিধানসভার প্রভাব পড়বে বাংলায় এমনটাই মনে করেন বি জে পি ণেতা মুকুল রায়। বুথ ফেরত সমীক্ষায় গেরুয়া শিবিরকেই এগিয়ে রাখা হয়েছিল ত্রিপুরাতে। কিন্তু সকালটা যদি কোনও ইঙ্গিত দেয়, তাহলে ত্রিপুরায় মোটেই একপেশে ফলাফলের সম্ভাবনা নেই। বরং ভোট গণনার শুরু থেকেই বাম এবং বিজেপি জোটের মধ্যে জোর টক্কর শুরু হয়েছে।শেষ পাওয়া খবরে ধনপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

অন্যদিকে আগরতলায় এগিয়ে রয়েছেন ত্রিপুরায় বিজেপি-র মুখ সুদীপ রায় বর্মন। বেলা যত গড়াবে ততই পরিষ্কার হবে ছবিটা। ৫৯টি আসনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি এবং তাদের জোট সঙ্গী আইপিএফটি প্রার্থীরা। কিন্তু যত সময় গড়াচ্ছে, বিজেপি শিবিরে উল্লাস ততই বাড়ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট