গোপনে একি করলেন দুই টলি তারকা,সরগরম টলি দুনিয়া


বৃহস্পতিবার,০৮/০৩/২০১৮
1855

শুভ বিশ্বাস---

শুভ বিশ্বাস:

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এতদিন ধরে তারা ছিলেন টলি উডের প্রধান চর্চার বিষয়। তাদের অফলাইন কেমিস্ট্রি নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে সবার নজর এড়িয়ে তারা আংটি বদল সেরে ফেলেলেন। বুঝতে পেরেছেন নিশ্চয় ? রাজ শুভশ্রী। টলি উডের অন্যতম জনপ্রিয় দুই মুখ। তা নিয়ে সরগরম ফিল্মি দুনিয়া। খবর টি প্রকাশ্য এসতেই অবাক হয়েছেন সকলেই।

এই খুশির মেজাজের মধ্যেই টলি পাড়ায় একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। রাজ-শুভশ্রীর বিয়েতে কী প্রতিক্রিয়া তাঁদের রিউমরড ‘প্রাক্তনী’দের? নিজের টুইটার হ্যান্ডেলে টলিউডের সুপারস্টার লিখেছেন, ‘‘অভিনন্দন চকোলেট বাবু (রাজকে ইঙ্গিত করে)। তোমাদের দু’জনের উপরেই ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকুক। আমি সত্যি তোমাদের দু’জনের জন্য খুব খুশি।’’  অন্যদিকে মিমি, শুভশ্রী আর রাজকে নিয়ে এক সময়ে টলিপাড়ায় ত্রিকোণ প্রেমের গসিপ শুরু হয়।

কিন্তু সমস্ত গসিপে জল ঢেলে দিয়েছেন নবদম্পতি। আর এই বিয়ের খবরে খুশি মিমিও। অত এব এতদিনের প্রতিক্ষার অবসান, এই জুটি কেমিস্ট্রি ছিলো এতদিনের আলোচনার কেন্দ্রবিন্দু। সবমিলিয়ে এক নতুন চমক দিলো এই জুটি তা বলার অপেক্ষা রাখে না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট