ভাঙড় বিজয়গঞ্জ বাজার মসজিদ কমিটির রক্তদান শিবির


বৃহস্পতিবার,২২/০৩/২০১৮
578

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়:
ভাঙড় বিজয়গঞ্জ বাজার মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায়  রক্তদান শিবির। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন ব্যাক্তি রক্তদান করেন।
 বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, সহ সভাপতি বিমল নস্কর, পূর্তের কর্মাধ্যক্ষ ওহিদুল ইসলাম ।এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সম্পাদক।
 মসজিদ কমিটির পক্ষ থেকে রক্তদাতাদের গোলাপ ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম রক্তদাতাদের কৃতঞ্জতা জ্ঞাপন করেন এমন মহৎ দানের জন্য। তিনি মসজিদ কমিটির এই কাজের ভূয়সী প্রশংসা করে এধরনের সামাজিক কাজে ইমামদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।
মসজিদের ইমাম সাহেব রক্তদান শিবির আয়োজন করার জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন ইসলাম মানবতার কথা বলে সর্বদা। মানব সেবা এমনকি পশু -পাখি সেবার কথাও ইসলামে আছে। মানুষের জীবন বাঁচানোর জন্য আয়োজিত এই রক্তদান শিবির মানবতার কল্যাণে একটি মহৎ কাজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট