মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল, বাংলা এক্সপ্রেস, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ পঞ্চায়েত ভোটের আগে হিংসা। বেলডাঙায় খুন তৃণমূল সমর্থক। উদ্ধার মুণ্ডহীন দেহ। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূল সমর্থক ফজলুর রহমানকে। পরে পাশের মাঠ থেকে উদ্ধার হয় তাঁর দেহ।তৃণমূলের দাবি, চৈতন্যপুর ১ অঞ্চলে দলের সক্রিয় কর্মী ছিলেন ফজলুর। পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। অবশেষে অনেক দুই তিনদিন পরে মিললো সেই মুন্ডহীন দেহে মাথা ।
Auto Amazon Links: No products found.