আই.পি.এল এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না যেসব অধিনায়ক


শনিবার,২৪/০৩/২০১৮
2419

বাংলা এক্সপ্রেস: 
একাংশের মতে গাফিলতির কারণেই এই অসঙ্গতি, অন‍্য তরফ থেকে বলা হচ্ছে সময় সূচি তে নতুনত্বের ছোঁয়া। সবে মিলিয়ে আগামী ৭ এপ্রিল  ১১তম  আই.পি.এল এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না কিছু দলের অধিনায়করা। প্রথম দিকের ম‍্যাচ গুলির সময় সূচি এমন ভাবে তৈরী করা হয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না মোট আটটি টিমের ক্যাপ্টেন।
মুম্বাইয়ে প্রথম দিনের ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ৮ই এপ্রিল মোহালিতে বিকেল চারটে থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের সাথেই দিল্লি ডেয়ারডেভিলস্ ্্এ্্ এর খেলা। অনেক রাতে মুম্বাই থেকে চন্ডিগড়ে ফেরার কোনো ফ্লাইট নেই। এদিকে ৮ এপ্রিল কোলকাতা ইডেন গার্ডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরুর টিমের সাথে কোলকাতার টিম। সুতরাং ম‍্যাচের দিন সকালেই শহরে ফেরার ঝুঁকি নিতে নারাজ টিম ক্যাপ্টেনরা।
আই.পি.এল এর সময় সূচি নিয়ে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন বোর্ডের একাংশ কর্তারা। তাদের মতে সময় সূচি বানানো আগে যে নুন‍্যতম হোমওয়ার্ক টুকুও করা হয়নি এটাই তার প্রমান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট