খবর সুদীপ্ত রায়।
গতকালের সারাদিনের প্রখর তাপে কখনই বোঝাযাইনি যে সন্ধের পরে নামবে বৃষ্টিআর বইবে ঝড়। সন্ধা ৭:৩৫ নাগাত শুরু হয় বৃষ্টি অবশ্য এক ঘন্টা আগে থেকেই আকাশে ছিল ঘোরতর মেঘ । কিন্তূ আকাশ যতটা মেঘে ঢাকা ছিল সেই তুলনায় খুবই কমই বৃষ্টি হল। সামান্য ঝড় ও হয়েছে এর ফলে পরিবেশ অনেকটা শান্ত প্রকৃতির হয়ে যায়।মেঘাচ্ছন্ন আকাশের ছবি ক্যামেরা বন্দি করে নিলাম।