ফারুক আহমেদ:
কবি সুবোধ সরকার-এর কাব্যগ্রন্থ ‘নট ইন মাই নেম’ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট অতিথিরা। কলকাতা প্রেসক্লাবে বিকেল ৫ টায় আজ কবি সুবোধ সরকারের লেখা কাব্যগ্রন্থ “নট ইন মাই নেম” আনুষ্ঠানিক প্রকাশ করলেন প্রখ্যাত ইংরেজ কবি টনি হিলিয়ার, প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঞ্চালনায় ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন জয়দীপ সারেঙ্গী। গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকারর কথাছিল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী মাননীয় ড. পার্থ চট্টোপাধ্যায়-এর জরুরি কাজে আটকে যাওয়াতে তিনি আসতে পারেন নি। অতিথির আসনে উপস্থিত থাকারর কথা ছিল প্রেসিডেন্সিপ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার।
এদিন মূল্যবান বক্তব্য রাখেন প্রখ্যাত ইংরেজ কবি টনি হিলিয়ার, প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। সমগ্রভাবে গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ‘নট ইন মাই নেম’ কাব্যগ্রন্থটি পাঠক মনে ঝড় তুলবে এই আশা প্রকাশ করেছেন আগত অতিথিরা। কাব্যগ্রন্থটির প্রকাশক নতুন দিল্লির “অথোরপ্রেস।” কলকাতায় কাব্যগ্রন্থটি বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে।
Auto Amazon Links: No products found.