খবর সুদীপ্ত রায়:
১৬ চৈত্র অনুষ্ঠিত হল ভাঙড় পীড় গোরাচাঁদের মেলা। প্রতি বছরের ন্যায় এবারেও অনুষ্ঠিত হল বিখ্যাত ভাঙড়ের মেলা। এই মেলার শুভ সুচনায় উপস্থিত ছিলেন ভাঙড় দু নম্বর ব্লকের সভাপ্রতি অহিদুল মোল্লা এবং ভাঙড় দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম সহ আরও অনেকে। পঞ্চায়েত ভোটের আর কিছুদিন মাত্র বাকি এই রকম সময়ে আরাবুল ইসলাম রাজনৈতিক বক্তৃতা দেন কিছুটা । তিনদিন ব্যাপি এই মেলায় প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষের সমাবেশ হয়েছিলেন। সাম্প্রদায়িকতাকে ভুলে এই মেলায় সমস্ত সাধারন মানুষ দলে দলে যোগদান করেন। এর দ্বারাই ফুটে ওঠে ভাঙড়ের বৈচিত্রময় পরিবেশ।