চলে যাওয়া, ফিরে আসা


বুধবার,০৪/০৪/২০১৮
1364

॥ চলে যাওয়া, ফিরে আসা ॥
আমার নীল চোখে বন্দর ভাসিয়ে
তুমি তো সেই গেলে  চলে !
আমার প্রাণজোড়া অটবী
আমার সবুজ বিলাস,
কঙ্কাল হল উচ্ছ্বাস খুলে !
থেমে গেল সৃষ্টি…
থেমে গেল সারিগান,
আলো এসে সাজালো
মনখারাপের বাগান ।
পাতা ওল্টানো সংকেতে
বসে আছি আশ্বাসে,
চেতনার চিলেকোঠায়
ডায়েরিটা কবে লিখবে
বেঁচে থাকার গান
সময়ের নতুন প্রচ্ছদে !
                                         ……রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট