শব্দসাঁকো আয়োজিত ৯ নং সাহিত্য পাড়া লেন সাহিত্য পাড়ায় সাহিত্য আড্ডা


শনিবার,০৭/০৪/২০১৮
2555

বাংলা এক্সপ্রেস সংবাদদাতা: কথায় আলোচনায় উপস্থিত থাকবেন মিহির সরকার। বলবেন সাহিত্যআড্ডায় কবিতাপাঠের প্রাসঙ্গিকতা নিয়ে। ঋজুরেখ চক্রবর্তী বলবেন অনলাইন সাহিত্য নিয়ে। অজিতেশ নাগ বলবেন বর্তমান বাংলা সাহিত্যে সবুজপত্রের ভূমিকা নিয়ে।

অর্নব সাহা আলোচনা করবেন রমরমিয়ে গজিয়ে ওঠা ছোট প্রকাশনগুলির গুরুত্ব কতটা এই বিষয়ের উপর। সৌরভ চন্দ্র আলোকপাত করবেন কবি প্রেম ও প্রেমের কবি বিষয় নিয়ে।
তন্ময় মণ্ডল তুলে ধরবেন জেলায় জেলায় লিটল ম্যাগাজিন মেলা আদৌ কতটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে।

১২টি বই প্রকাশ, আড্ডা আলোচনা আবৃত্তি ও কবিতা পাঠের আন্তরিক আয়োজনে কবিতা পড়বেন কবি উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

৮ এপ্রিল ২০১৮, রবিবার, বিকেল সাড়ে চারটের সময় কলকাতার নন্দন চত্বরের অবনীন্দ্র সভাগৃহ চলবে এই সাহিত্য উৎসব। বহু কবি সাহিত্যিকদের আন্তরিক উপস্থিতি মুগ্ধ করবে দর্শকমহলকে।

অনুষ্ঠান পরিচালনায় থাকছেন প্রাণেশ ভট্টাচার্য সম্পাদক, ৯ নং সাহিত্য পাড়া লেন।

আন্তরিক আমন্ত্রণে –
সৌরভ বিশাই , সম্পাদক , শব্দসাঁকো

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট