সত্যজিৎ : রাজারহাট বড় বাগু ১৪৮ নম্বর বুথে বুথ সভাপতি পঞ্চায়েতে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী দিল। ভোটে জিতে তৃণমূলের সঙ্গেই থাকবে বলে জানান বুথ সভাপতি অশোক কলি। তৃনমূল মনোনিত প্রার্থী অম্লান সরদার কে ফোণ, এসএমএম করেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা এক্সপ্রেস - Bangla Express