ক্রেতাসুরক্ষার সর্বভারতীয় Network পথ চলা শুরু করলো


বৃহস্পতিবার,২৬/০৪/২০১৮
980

বাংলা এক্সপ্রেস: পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জন সেবা মিশনের উদ্যোগ ক্রেতা-বিক্রেতা সচেতনতা ও সুরক্ষার লক্ষ্যে পরীক্ষামূলক ভাবে পথ চলা শুরু করলো Indian Consumer Rights & Protection Network
 www.indianconsumerrights.in এই Network টি উপভোক্তাদের প্রথম সর্বভারতীয় সঙ্গবদ্ধ মাধ্যম। Network টির মাধ্যমে কিছু জানার, শেখার, নিয়ম মেনে চলার, নিজের কথা বলার, ও প্রতিকার পাবার সুযোগ রয়েছে। আপনিও বিনামূল্যে মেম্বার হয়ে সচেতন নাগরিক দায়িত্ব পালন করুন। উল্লেখ্য বর্তমানে ভারতীয় জন সেবা মিশনের  উদ্যোগ Consumer Group গড়ার কাজ চলছে, যা সত্যিই অভিনব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট